AEGIS ওয়েপন সিস্টেম হলো বিশ্বের সর্বপ্রথম এবং সর্বাধিক উন্নত নেভাল ডিফেন্স সিস্টেম। মূলত ব্যালেস্টিক মিসাইল এর হামলা প্রতিহত করতে এই সিস্টেম তৈরি করা হয়েছে। ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে এবং স্পেন এর মোট ৮৬ টি জাহাজে এই AEGIS ওয়েপন সিস্টেম যুক্ত আছে।

এই AEGIS ওয়েপন সিস্টেমটি বিশ্বের সর্বাধুনিক কম্ব্যাট, কন্ট্রোল এবং ইনফরমেশন সিস্টেম; যেটি শক্তিশালী কম্পিউটার এবং রাডার ব্যাবহার করে শত্রুপক্ষীয় টার্গেট শনাক্ত এবং ধ্বংস করে থাকে।

Aegis System Display

এই AEGIS ওয়েপন সিস্টেম আমেরিকার শক্তিশালী ও নির্ভরযোগ্য সার্ফেস লাঞ্চড মিসাইল সিস্টেম। যেটি সার্ফেস, সাব-সার্ফেস, এরিয়াল থ্রেটস গুলো শক্তিশালী রাডার ও কম্পিউটার এর মাধ্যমে প্রতিহত করে থাকে। এই সিস্টেম টি একটি একক সময়ে ১০০ এর বেশি টার্গেট শনাক্ত করতে পারে। তবে AEGIS সংবলিত কিছু কিছু জাহাজ একক সময়ে ১০০’র বেশি টার্গেট শনাক্ত করতে পারে।

এই AEGIS ওয়েপন সিস্টেম টি সাধারনত SPY-1 Radar, MK-99 ফায়ার কন্ট্রোল সিস্টেম, MK-41 VLS, কমান্ড & ডিসিশন স্যুট, স্ট্যান্ডার্ড মিসাইল ও অন্যান্য সিস্টেম নিয়ে গঠিত। তন্মধ্যে আজকে আলোচনা করা হলো এর প্রধান তিনটি কম্পোনেন্ট নিয়ে। চলুন দেখে নেয়া যাক,

 

SPY-1 RADAR:

SPY-1 Radar

SPY-1 Radar

AEGIS ওয়েপন সিস্টেমটি পরিচালিত হয় এডভান্সড অটোমেটিক ডিটেক্ট & ট্র্যাক মাল্টিফাংশনাল ত্রিমাত্রিক প্যাসিভ বৈদ্যুতিক স্ক্যানড অ্যারে রাডার দ্বারা।

এই SPY-1 রাডার কে The Shield Of The Fleet বলা হয়ে থাকে। এবং এই রাডার কে AEGIS ওয়েপন সিস্টেম এর Heart বলা হয়ে থাকে। এই শক্তিশালী রাডারটি একইসাথে সার্চ, ট্র্যাকিং মিসাইল গাইড করা সহ ১০০ নটিক্যাল মাইল পরিসীমায় ১০০’র অধিক টার্গেট ডিটেক্ট করতে পারে।

 

MK-41 Vertical Launching System [VLS]:

MK-41 VLS

MK-41 VLS

এটি সাধারণত একটি মিসাইল লাঞ্চিং সিস্টেম যেটি যেকোনো আবহাওয়ায় ওয়্যারফাইটিং এরিয়ায় এন্টি এয়ারক্রাফট, এন্টি-সার্ফেস, সাব-সার্ফেস, এন্টিশিপ এবং এন্টি-সাবমেরিন মিসাইল ডেলিভার করতে পারে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি যেকোনো ধরনের মিসাইল গ্রহণ করতে পারে এবং ডেলিভারি দিতে পারে।

 

MK-99 Fire Control System [FCS]:

MK-99 FCS

MK-99 FCS

এই ফায়ার কন্ট্রোল সিস্টেম টিও AEGIS এর একটি অপরিহার্য অংশ বিশেষ। এটি ওয়েপন্স সিলেক্টিং, লাঞ্চিং এবং টার্মিনাল গাইডেন্স প্রদান করে থাকে। এটি মূলত এরিয়াল ওয়্যারফেয়ারে ব্যবহৃত মিসাইল সমুহকে গাইড করে থাকে।

Facebook Comments

comments