এফ-২২ এর ককপিট এমনভাবে ডিজাইন করা যাতে পাইলট এর পুরো ম্যানেজমেন্ট সিস্টেমে অন্যান্য তৎকালীন সময়কার বিমানের চেয়ে কম সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারে অর্থাৎ দ্রুত এক্সেস করতে পারে।

এটিতে প্রথম বেজলাইন নাইট ভিশন গোগল ইকুইপড ককপিট রয়েছে।

ট্যাক্টিক্যাল এনালগ মিটার বা ডায়াল নেই, এর বদলে প্রথম ফুল বিমান হিসেবে ডিজিটাল গ্লাস ককপিট রয়েছে।

এর ককপিটের ক্যানোপি বা উপরের গ্লাস হল পৃথিবীর সবচেয়ে বড় পলিকার্বোনেট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটা ক্র‍্যাশ রেজিস্টেন্ট। ৪ পাউন্ডের একটি পাখির মত বস্তু ৩৫০ নটিক্যাল মাইল গতিতে ধাক্কা খেলেও কিছু হয়না। এটি পলিকার্বনের ৬-৮ টি শিট একত্র করে বানান হয়েছে।

এতে রয়েছে এডভান্সড হেলমেট মাউন্টেড ডিসপ্লে (HMD) সিস্টেম। এর হেলমেট ও ক্যানোপি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটির বাইরের আলোর রশ্মি কম আসে ভেতরে, তবে ভেতর থেকে পরিস্কার স্বাভাবিক ভিউ পাওয়া যায়। এটি ক্যামিক্যাল বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার রেজিস্ট্যান্ট।

এর ককপিটের ডান সাইডে এফ-১৬ এর মত কন্ট্রোল স্টিক এবং বাম সাইডে থ্রোটল কন্ট্রোল আছে, যাকে হোটাস কন্ট্রোল বলে। আর এর মাধ্যমে পাইলট স্বতঃস্ফূর্তভাবে ও আরামে বসে বিমান চালানোতে মন দিতে পারে। দুই হাতের ও পিঠের স্ট্রেস কমে। এর কন্ট্রোল স্টিক খুব সেন্সিটিভ, মাত্র এক ইঞ্চির ৪ ভাগের এক ভাগ পর্যন্ত সব দিকে নাড়ানো যায়।

এতে বিমানের অটো অক্সিজেন জেনারেটর আছে। এটি অনেক এক্যুরেট, তবে অনেকগুলা হাইপক্সিয়ার ঘটনাও ঘটেছে যেখানে পাইলট অক্সিজেনের অভাবে ভোগে। এ অবস্থার কারনে ২০১১ সালে সকল এফ-২২ গ্রাউন্ডেড করা হয় এবং কয়েকমাস পর আবার চালু হয়। আশা করা যায় সমস্যা ঠিক হয়ে গেছে। এতে আরো আছে এন্টি জি-গার্মেন্টস স্যুট, যা পাইলটকে ৯জি ম্যানুয়েভার ৩০ সেকেন্ড পর্যন্ত করতে দেয়। ৯জি মানে মধ্যাকর্ষণ এর ৯ গুন চাপ। এতে পাইলটের মেরুদণ্ড পর্যন্ত ভেংগে যেতে পারে, তবে এই স্যুট তা প্রতিহত করে। এছাড়া স্যুটটি পাইলটকে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার থেকেও রক্ষা করে।

এর হেড-আপ ডিসপ্লে বা হাড, যেটি ককপিটের প্যানেলের উপরে থাকে তার লেখাগুলা প্রয়োজনে বিভিন্ন কালারে পরিবর্তন করা যায়। এটি ৪.৫ ইঞ্চি লম্বা। এটি পাইলটকে লেখার মাধ্যমে নয় বরং ট্যাক্টিক্যাল সিম্বল এর মাধ্যমে তথ্য দেয়। এ বিমানের লাইফ সাপোর্ট সিস্টেম পাইলটকে হাই এটিটিউড ফ্লাইট, হিট, বরফ জমা, ক্যামিক্যাল/বায়োলজিক্যাল পরিবেশ, আগুন, শব্দ এবং হাই-স্পিড হাই-এটিটিউড এজেকশন এ পাইলটকে রক্ষা করে।

F-22 Raptor's Cockpit View

F-22 Raptor’s Cockpit View

F-22 Raptor's Cockpit

F-22 Raptor’s Cockpit

F-22 Raptor's Cockpit

F-22 Raptor’s Cockpit

F-22 Raptor's Cockpit

F-22 Raptor’s Cockpit

F-22 Raptor's Cockpit

F-22 Raptor’s Whole Cockpit View

F-22 Raptor's HMD

F-22 Raptor’s Helmet Mounted Display

Facebook Comments

comments