যারা পাল হারবার মুভি দেখেছেন তাঁদের একজন কুক বা বাবুচির কথা মনে আছে। যিনি জাপান যখন বিমান হামলা করে করে সব কিছু ধ্বংস করে দিচ্ছিল তখন একটি হেভি এয়ারক্র্যাফট নিয়ে জাপানী বিমান ফেলে দেন।

ঘটনাটি মুভির হলেও এটি ছিল একটি সত্য ঘটনা।

জাপান যখন পাল হারবারে হামলা করে তখন আফ্রিকান আমেরিকান ডোরিস মিল্লের নামে এই কুক শব্দ শুনে জাহাজের উপরে উঠেন তিনি দেখতে পেলেন জাপানী বিমান হামলায় জাহাজ গুলি ধ্বংস হচ্ছে আর সেনারা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সবাই যখন জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। ডোরিস মিল্লের তখন জাহাজের হেভি বিমান বিধ্বংসী গান নিয়ে এগিয়ে আসতে থাকা টর্পেডো বিমানকে ধ্বংস করে দেন !

ওই টর্পেডো বিমান ধ্বংস না করলে নিশ্চিত ব্যাটল জাহাজ ডুবিয়ে দিত। ডোরিস মিল্লের আগে থেকে কোন প্রশিক্ষণ ছিল না তিনি ওই হামলার সময় কেবল আগে মেশিন গান চালানো দেখে হামলার সময় এই কাজটি করেছিলেন ! এবং তিনিই পাল হারবারে প্রথম প্রতিরোধ করে বিমান ধ্বংস করেন পাল হারবারে। তাঁর এই সাহসিকতা দেখে অনেক পালিয়ে যাওয়া সেনা অফিসার লজ্জিত হন অনেকে জাপানের বিমানের বিরুদ্ধে এয়ারক্র্যাফট গান নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন।

পরবর্তী সময়ে তাঁর এই সাহসিকতার জন্য তাকে মার্কিন প্রেসিডেন্ট তাকে নেভি ক্রস পুরস্কারে ঘোষিত করে। তাছাড়া পরবর্তী সময়ে তিনি পূরপেল হার্ট ও কমব্যাক্ট একশন পুরস্কার পান। পরবর্তী সময়ে জাপান আমেরিকা যুদ্ধ শুরু হলে ১৯৪৩ সালে তিনি জাহাজে থাকাকালে জাপানী সাবমেরিনের টর্পেডো হামলায় তিনি নিহত হন।

Facebook Comments

comments