উগান্ডার সাবেক স্বৈরশাসক জেনারেল মোহাম্মদ ইদি আমিনের শখ ছিল বিভিন্ন ধরণের সামরিক পদক ও নানান ধরণের ডিগ্রী সংগ্রহের। এর জন্য বিভিন্ন দেশের আর্মি ও বিশ্ববিদ্যালয়ে অনেক টাকা দিয়ে তিনি কিছু পদক এবং ডিগ্রীও যোগাড়ও করেন। কিন্তু সবার শেষে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সামরিক পদক ভিক্টোরিয়া ক্রস যোগাড় করতে চেয়েছিলেন। আর এর জন্য তিনি অনেক চেষ্টা তদবির ও বৃটেনের বিভিন্ন লবিস্ট ফার্মকে বিপুল অর্থও দেন কিন্ত শেষে তিনি ব্যর্থ হন। বিষয়টা নিয়ে ইদি আমিনের সাথে বৃটেনের কুটনৈতিক সম্পর্কের অবনতি ও পর্যন্ত হয়ে যায় !

নিজের দেশ থেকে তিনি ব্রিটিশদের বহিষ্কার পর্যন্ত করেন ! এরই সূত্র ধরে তিনি তাঁর দেশে কাজে আসা এবং বহিষ্কার করা ব্রিটিশদের দিয়ে আফ্রিকান মানুষের জুতা চাটাতেন !

মুক্তি পাওয়া ব্রিটিশ নাগরিকদের কাছ থেকেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য !

ব্রিটিশদের কাছ থেকে পদক না পেয়ে অবশেষে তিনি আরও অবাক একটি কাজ করে বসলেন। ইদি নিজেই উগান্ডার সেনাবাহিনীর পক্ষ থেকে ভিক্টোরিয়াস ক্রস নামে একটি বীরত্বসূচক পদক ঘোষণা করে সেটি নিয়ে নিলেন এবং অন্যান্য পদকের সাথে এটিও তার ইউনিফরমে যুক্ত করলেন !

ইদি শাসক হিসাবে ছিলেন কুখ্যাত ও ভয়ানক সাইকো টাইপের; আফ্রিকার ইতিহাসে তাকে অন্যতম ভয়ানক শাসক বলা হয়। তার আমলে ১০ লাখের বেশী মানুষ নিহত হয়।

তিনি ইউরোপিয়ানদের অনেক ঘৃণা করতেন; বিশেষ করে ব্রিটিশদের। আফ্রিকা ও নিজদেশের দুরবস্থার জন্য তিনি ইউরোপিয়ানদের দায়ী করতেন এবং এক সময় উগান্ডা থেকে সকল ইউরোপীয় নাগরিকদের বহিষ্কার করেন।

১৯৭৯ সালের বিশাল জনবিক্ষোভ এক সময় সেনাবিদ্রোহে রূপ নেয়; ফলে ইদি দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান এবং সেখানেই ২০০৩ সালে মৃত্যুবরণ করেন।

General Idi Amin

ছবিতে জেনারেল ইদি আমিন

Facebook Comments

comments