Ka 52 বা Kamov 52 হচ্ছে রাশিয়ার তৈরি (2 x 3) অর্থাৎ ৬ পাখা বিশিষ্ট একটি অল-ওয়েদার, মাল্টিরোল এটাক হেলিকপ্টার। যেটি দিনে রাতে যেকোন পরিস্থিতিতে সমান তালে আক্রমণ চালাতে সক্ষম।

এই হেলিকপ্টারটির গতি ঘন্টায় সর্বোচ্চ ৩০০ কি.মি.। এতে ২ জন ক্রু বসতে পারেন। খালি অবস্থায় এটির ওজন ৭,৭০০ কেজি এবং সর্বোচ্চ ১০,৮০০ কেজি লোড নিতে পারে।

 

Ka 50 হেলিকপ্টার থেকে Ka 52 হেলিকপ্টারের পার্থক্য হচ্ছে, এটি টু-সিটার ভার্সন এবং এর নোজ একটু প্রসস্ত। এছাড়া এই হেলিকপ্টারটিতে আসনগুলিকে পাশাপাশি বসানো হয়েছে।

হেলিকপ্টারটিকে ট্রেইনার হিসেবে ও ব্যবহার করা যায়। মজার ব্যাপার হচ্ছে এই হেলিকপ্টারটিতে উভয় পাইলট ই পুরো হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেটি কমব্যাটের সময় কাজকে আরো সহজ করে দেয়।

কামোভ ৫২ এর এয়ারফ্রেম, পার্টস, সিস্টেম ও অন্যান্য উপাদানের শতকরা ৮৫ শতাংশই কামোভ ৫০ থেকে নেওয়া। তবে কামোভ ৫২ তে বেশিরভাগ পরিবর্তন ককপিটেই করা হয়েছিল।

আর এই হেলিকপ্টারটিতে দুটো ইঞ্জিন রয়েছে, ফলে একটি ইঞ্জিন অচল হয়ে গেলেও এটি ফ্লাই করতে পারে।

হেলিকপ্টারটতে বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র বহনের জন্য ৬ টি এক্সটারনাল হার্ডপয়েন্ট রয়েছে, যেগুলোতে এন্টি-ট্যাংক মিসাইল, এয়ার-টু-এয়ার মিসাইল, রকেট পড, বোমা ইত্যাদি বহন করতে পারে।

অস্ত্র হিসেবে এতে রয়েছে  একটি ৩০ মি.মি. এর 2A42-1 ফিউজলেজ গান। অতিরিক্ত হিসেবে এতে রয়েছে ৮ টি এয়ার টু সারফেস মিসাইল। এন্টি-আর্মর মিশনের জন্য এটি সর্বোচ্চ ১২টি Vikhr এটিজিএম বহন করতে পারে, যেগুলোর রেঞ্জ সর্বোচ্চ ৮০০০ মিটার এবং এগুলো ৯৫০ মিলিমিটারের আর্মর ভেদ করতে পারে। এছাড়া এটি ১২ টি Vikhr এন্টি-ট্যাংক মিসাইল এর পরিবর্তে এটি ৪ টি Igla-V অথবা দুটি গাইডেড R-73 এয়ার-টু-এয়ার মিসাইল ও বহন করতে পারে।

উল্লেখ্য, R-73 এয়ার-টু-এয়ার মিসাইল বহনের কারনে হেলিকপ্টারটি এরিয়াল ফাইটিং এ সেরা। আর এগুলোর রেঞ্জ ৩০ কি.মি.।

অর্থাৎ, এটি ৩০ কি.মি. রেঞ্জের ভেতরে থাকা অন্য কোন হেলিকপ্টার, ইউএভি বা এয়ারক্রাফট এ ও হামলা করতে পারে। আর এ দিক দিয়ে এটি AH-64 এপাচি হেলিকপ্টার থেকে এগিয়ে।

যাই হোক, কামোভ ৫২ এর এরিয়াল ফাইটিং ক্যাপাবিলিটি থাকলেও মূলত এটি গ্রাউন্ড এটাকের জন্যই ব্যবহৃত হয়।

 

এছাড়া Ka 52 এর একটি নেভাল ভার্সন আছে যেটিতে মিডিয়াম রেঞ্জ এর Kh35 এন্টি শিপ মিসাইল ব্যবহার করতে পারে। এমনকি এটি সুপারসনিক স্পিডের Kh31 মিসাইল বহন করতে পারে। রয়েছে ফোল্ডিং উইংস (Folding Wings) সিস্টেম, ফলে ছোটখাটো ফ্রিগেট/করভেটেও এটি বহন করা যাবে।

পাশাপাশি নতুন নেভাল ভার্সনে থাকবে AESA রাডার, যেটা ১৮০ কি.মি. দূরের লক্ষ্য বস্তু ও টার্গেট করতে পারবে।

 

আর হ্যাঁ রাশিয়ান KA-50/52 হলো পৃথিবীর একমাত্র অপারেশনাল এটাক হেলিকপ্টার যাতে ইজেকশন সিস্টেম আছে !

জরুরী বা বিপদকালীন সময়ে বিশেষ বাটনে চাপ দিলেই হেলিকপ্টারটির পাখার ব্রেডগুলি আলাদা হয়ে দূরে ছিটকে পরে। ফলে পাইলট ইজেক্ট করতে পারে।

 

দুর্দান্ত এই হেলিকপ্টারটির প্রতি ইউনিটের মূল্য ২৯ মিলিয়ন থেকে ৩২ মিলিয়ন ডলার।

রাশিয়া ও মিশর বর্তমানে এটি ব্যবহার করে। এছাড়া আজারবাইজান সহ কয়েকটি দেশ এটি কেনার আগ্রহ দেখিয়েছে। আমাদের জন্য এটি একটি বেস্ট চয়েস।


আরো কিছু ছবি দেখে নিনঃ

Kamov 52

Kamov is on peaceable mood

Kamov 52

Kamov is ready to fly

Kamov 52

Kamov is flying

Kamov 52

Kamov is firing

Kamov 52

Kamov is on Ferocious look

Facebook Comments

comments