গ্রিপেন হচ্ছে সুইডেনের তৈরি এক ইঞ্জিন বিশিষ্ট একটি লাইট ওয়েট মাল্টিরোল এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটি তৈরি করে সুইডিশ এরোস্পেস কোম্পানি-Saab (সাব)।

এয়ারক্রাফটটি একসাথে ফাইটার, এটাক ও রিকনেসেন্স এয়ারক্রাফট। আর এর গতি ম্যাক ২

এয়ারক্রাফটির এক সিট এবং দুই সিট উভয় ভ্যারিয়্যান্ট-ই আছে।

২০১৪ সাল থেকে 39E/F নামে গ্রিপেনের আরেকটি ভার্সনের কাজ চলছে। এই ভার্সনটি Gripen NG বা Super JAS নামে পরিচিত।

নতুন ভার্সনটিতে General Electric F414G টার্বোফ্যান ও AESA রাডার ব্যবহার করা হয়েছে। এছাড়া এর অভ্যন্তরীণ জ্বালানি ধারণক্ষমতা ও বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া এর একটি নেভাল ভার্সন ও তৈরি করার পরিকল্পনা আছে, যেটি মূলত ক্যারিয়ার অপারেশনের জন্য তৈরি করা হবে।

ভ্যারিয়্যান্ট ভেদে এয়ারক্রাফটির প্রতিটির মূল্য ৩০-৬০ মিলিয়ন ডলার। আর এর প্রোগ্রাম কস্ট ১৩.৫৪ বিলিয়ন ডলার।

এই এয়ারক্রাফটটির মূল্য একটু বেশি হলেও এর মেইনটেন্যান্স খরচ সমসাময়িক অন্যান্য বিমানের চেয়ে যথেষ্ট কম।

গ্রিপেন ১২০ কি.মি. দূর থেকেও যেকোন বিমানকে ডিটেক্ট করতে পারে এবং তৎক্ষণাৎ ই BVR(Beyond the Visual Range) মারতে সক্ষম।

 

চলুন এই এয়ারক্রাফট্-টি সম্পর্কে একটু জেনে নিইঃ

চালক – ১ জন (JAS 39D তে ২ জন)
পে-লোড – ৫,৩০০ কেজি
দৈর্ঘ্য – ৪৬ ফুট ৩ ইঞ্চি (দুই-সিটের বিমানের ক্ষেত্রে ৪৮ ফুট ৫ ইঞ্চি)
উচ্চতা – ১৪ ফুট ৯ ইঞ্চি
খালি অবস্থায় ওজন – ৬,৮০০ কেজি
লোডেড অবস্থায় – ৮,৫০০ কেজি
টেক-অফের সময় সর্বোচ্চ ওজন – ১৪,০০০ কেজি

পাওয়ারপ্লান্টঃ ১ × Volvo RM12 আফটারবার্নিং টার্বোফ্যান

পারফর্মেন্সঃ

সর্বোচ্চ গতি – ম্যাক ২ (২,২০৪ কি.মি. প্রতি ঘন্টায়)

সার্ভিস সিলিং – ৫০,০০০ ফুট

অস্ত্রশস্ত্রঃ

গানস্ঃ ১ × ২৭ মিলিমিটার Mauser BK-27 ১২০ রাউন্ডের রিভলভার ক্যানন
(এক সিটের মডেলের জন্য শুধু)

হার্ডপয়েন্টঃ ৮ টি

রকেটঃ ৪ × রকেট পড, ১৩.৫ সে:মি: রকেট

মিসাইলঃ
6× AIM-9 সাইডউইন্ডার
4× Meteor
4× AGM-65 Maverick
2× KEPD.350
2× Rbs.15F এন্টিশিপ মিসাইল

বোম্বঃ
4× GBU-12 Paveway II লেজার গাইডেড বোম্ব
2× Bk.90 ক্লাস্টার বোম্ব
8× Mark 82 বোম্ব

 

এয়ারক্রাফটি বর্তমানে সুইডেন, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, দক্ষিন আফ্রিকা ও থাইল্যান্ডের বিমানবাহিনীতে সার্ভিসে আছে।

ইতিমধ্যেই সুইডেন ও ব্রাজিল কিছু সংখ্যক গ্রিপেন ই/এফ অর্ডার করেছে। আর সুইজারল্যান্ড ও প্রাথমিকভাবে কিছু সংখ্যক গ্রিপেন সংগ্রহের চিন্তাভাবনা করছে।

এপর্যন্ত সবমিলিয়ে ২৪৭ টি গ্রিপেন তৈরি করা হয়েছে।

 

গ্রিপেনের কিছু এক্সক্লুসিভ ছবিঃ

Saab JAS 39 Gripen

Gripen front view

Saab JAS 39 Gripen

Gripen left view

Saab JAS 39 Gripen

Gripen straight up left view

Saab JAS 39 Gripen

Gripen full left view

Saab JAS 39 Gripen

A pilot with his ride – Gripen

Saab JAS 39 Gripen

Gripen frontal view

Facebook Comments

comments