শাহিন ৩ হচ্ছে পাকিস্তানের তৈরি মধ্যম পাল্লার একটি ল্যান্ড বেসড্ সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিশাইল।

যার অপারেশনাল রেঞ্জ হচ্ছে ২৭৫০ কি.মি। তবে বিশেষজ্ঞদের মতে এর রেঞ্জ ৫০০০ কিঃমিঃ এর ও বেশি এবং এটি একটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিশাইল। এটি নিউক্লিয়ার ওয়ারহেড ও উচ্চমাত্রার কনভেনশনাল বিস্ফোরক (Conventional Explosive) বহন করতে পারে।

উল্লেখ্য যে Shaheen-II ও সফল ভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেটির ও রেঞ্জ ছিলো ২৭৫০ কিঃমিঃ। আমেরিকার অর্থনৈতিক চাপের কথা চিন্তা করে পাকিস্তান এর প্রকৃত অপারেশনাল রেঞ্জ গোপন করে।

ভারতের অগ্নি ৩ এর হুমকির বিপরীতে ২০০০ সালের শুরুতে গোপনে এটির ডেভেলপমেন্ট শুরু হয় এবং ২০১৫ এর দিকে এর সফল পরীক্ষা করা হয়।

এই মিশাইলটি ভারতের প্রতিটি কোনায় আঘাত হানতে পারে। এমনকি ইজরাইল ও ইরান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ও এটি আঘাত হানতে সক্ষম।

Shaheen iii

Facebook Comments

comments