এয়ারক্রাফট ক্যারিয়ার নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে ভাসমান বিমান ঘাঁটি। এই ভাসমান বিমানঘাঁটির চালক হচ্ছে ক্যারিয়ারের ফ্লাইট ডেক ক্রু। একটি বাইক যেমন চালক ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনই ফ্লাইট ডেক ক্রু ছাড়া একটি ক্যারিয়ার অসম্পূর্ণ। একটি মার্কিন সুপার ক্যারিয়ারে পাইলট অফিসার সহ ২৬০০ জন এরও বেশি ক্রু থাকে। আর অন্যান্য দেশের মিডিয়াম ক্যারিয়ার গুলোতে থাকে ১,০০০-
১,৫০০ জন ক্রু।

একটি এয়ারক্রাফট ক্যারিয়ারের ধ্বংসাত্মক ক্ষমতা কারো অজানা নয়। মার্কিন নৌবাহিনীই একমাত্র নৌবাহিনী যারা সুপার ক্যারিয়ার অপারেট করে। যাইহোক আজ এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আলোচনা নয় আজ আলোচনা করা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারের চালক বা ফ্লাইট ডেক ক্রুদের নিয়ে।

নেভি বা নৌবাহিনী নাম শুনেননি এমন কেউ ‍অবশ্যই নেই। যদি আপনাকে প্রশ্ন করা হয় একজন নৌ-সেনার বিশেষত্ব কি? নিশ্চয়ই আপনি বলবেন একজন নৌ-সেনাকে এমনভাবে তৈরি করা হয় যাতে তারা সামুদ্রিক পরিবেশে অনেকদিন টিকে থাকতে সক্ষম হয়। একজন নৌ-সেনার সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো টিকে থাকা। ঠিক একজন এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লাইট ক্রু এর ট্রেনিং কিন্তু এর থেকে সহজ নয়। ক্যারিয়ার সাগরের বুকে বছরের পর বছর ভেসে থাকে, সাগরের পরিবেশ আর ভূমির পরিবেশ কোনোভাবেই এক নয়। চারদিকে অথৈ নীল জলরাশির মাঝে নিজ পরিবার-পরিজন ছেড়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে শারীরিক এবং মানসিকভাবে ভাবে তৈরি থেকে নিজ কাজ করতে হয় ফ্লাইট ডেক ক্রুদের। মার্কিন ক্যারিয়ার গুলোয় সকল ক্রুদের জন্য ব্যায়ামাগার, বার, মন ফুরফুরে রাখতে কনর্সার্ট সহ প্রায় সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। সেইসাথে অপরাধ করলে প্রিজনের ব্যাবস্থাও আছে।

Asian Pacific Dance

সাধারণত ক্যারিয়ারের ফ্লাইট ডেকে বা রানওয়েতে আমরা দেখে থাকি যে অনেক রং এর পোশাক পরা নৌসেনা নিজের কাজে নিয়োজিত আছে। কেউ বিমানকে ফ্লাইং করতে সাহায্য করছে কেউ বিমানের ফু্য়েল লোড করছে কেউবা মিসাইল লোড করছে এরাই হল ফ্লাইট ডেক ক্রু। সোজাভাবে বলতে গেলে এয়ারক্রাফট ক্যারিয়ারের ফ্লাইট ডেক যারা পরিচালনা করে তাদের ফ্লাইট ডেক ক্রু বলে।

সাধারণত ফ্লাইট ডেক ক্রুদের মোট ০৮ ভাগে বিভক্ত করা হয়। এই ০৮ ধরনের ফ্লাইট ডেক ক্রুদের জন্য ০৮ টি নির্দিষ্ট রঙের ইউনিফর্ম রয়েছে হলুদ, বাদামী, সবুজ, সাদা, বেগুনী, লাল, নীল, এবং কালো।

চলুন এবার জেনে নেই কোন কালার ইউনিফর্ম পরিহিত ক্রুদের কি কাজ। তবে মাথায় রাখতে হবে ফ্লাইট ডেক ক্রুদের মধ্যে অফিসার রয়েছে।

হলুদঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা ফ্লাইট ডেকের গুরুত্বপূর্ণ ৩ টি কাজ করে থাকে;-

‍১. এরা ক্যারিয়ারের ফ্লাইট ডেকে এবং আন্ডার গ্রাউন্ডে থাকা সকল বিমানের হ্যান্ডেলিং অফিসার এবং বিমানের হ্যানন্ডেলিং এদের অনুমতিতে হয়ে থাকে। যেমন, কোন বিমানকে আন্ডার গ্রাউন্ড থেকে ফ্লাইট ডেকে আনা নেওয়ার সকল কাজ এরাই করে থাকে তাই এ কাজের জন্য এদের ডাকনাম “এয়ারক্রাফট হ্যানন্ডেলিং অফিসার”

২. ক্যাটাপুল্ট এবং গিয়ার অফিসার: এরা ক্যারিয়ারের ক্যাটাপুল্টের মেইনটেনেন্সের কাজ করে থাকে তাই এদেরকে “ক্যাটাপুল্ট এবং গিয়ার অফিসার” বলা হয়।

৩. ক্যারিয়ারের ফ্লাইট ডেক এবং আন্ডার গ্রাউন্ড হ্যাঙ্গারে থাকা প্রতিটি বিমানের মুভমেন্টের উপর নজর রাখা এদের কাজ। যার জন্য এদেরকে “প্লেন ডিরেক্টর” বলা হয়।

বাদামীঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা হলো ক্যারিয়ারের এয়ার উইং অফিসার এবং এয়ার উইং লাইন পেটি অফিসার।

সবুজঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা বেশ কিছু কাজ করে থাকে;-

১. একটি বিমান যখন টেকঅফ করবে তখন বিনানকে ক্যাটাপুল্টের সাথে সংযুক্ত করা হলো এদের কাজ। যার জন্য এদের ডাকা হয় ক্যাটাপুল্ট এবং গিয়ার ক্রু। লক্ষ্য করুন ক্যাটাপুল্ট এবং গিয়ারের কাজ হলুদ ইউনিফর্মের ক্রুরা করলেও তাদের মূল কাজ হলো ক্যাটাপুল্ট এবং গিয়ারের মেইনটেনেন্স সেখানে অনুমতি দেওয়া বা অপারেট করা নয়, অপারেট করা কাজ হলো সবুজ ইউনিফর্ম পরিহিত ক্রুদের।

২. ক্যারিয়ারে যত পরিমান কর্গো লোড করা হয় তা যেভাবেই হোক না কেন তার সব কাজ করে থাকে সবুজ ইউনিফর্মের ক্রুরা।

৩. আমরা অনেকেই জানিনা যে মার্কিন বিমানবাহিনীর প্রতিটি বিমানে হুক লাগানো থাকে যাতে বিপজ্জনক পরিস্থিতিতে ক্যারিয়ারে ল্যান্ডিং করতে পারে এ হুকের যত কাজ রয়েছে তা সবুজ ইউনিফর্মের ক্রুরাই করে থাকে। এই হুক-ই ক্যাটাপুল্ট টেকনোলজি।

এছাড়া ক্যারিয়ারের সকল হেলিকপ্টার টেকঅফ এবং ল্যান্ডিং সিগন্যাল সহ এয়ার উইং মেইনটেনেন্স, এয়ার উয়িং এর কোয়ালিটি কন্ট্রোলের কাজ এরাই করে থাকে।

সাদাঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা মূলত ল্যান্ডিং সিগন্যাল অফিসার বা LSO হিসেবে বেশি পরিচিত। এদের যা কাজ;-

১. ক্যারিয়ারে যত বিমান ল্যান্ড করবে উক্ত বিমানের সিগন্যাল এরাই দিয়ে থাকে। লিকুইড অক্সিজেন ক্রু বা LOC, ক্যারিয়ারে মজুদ থাকা সব জ্বালানি সরবারহ করে থাকে।

২. ক্যারিয়ারের সমস্ত সেফটির কাজ এরাই করে থাকে এবং নিরাপদ দূরত্বে থেকে নিজ কাজ করে থাকে। তাছাড়া এরা স্কোয়াড্রন প্লেন ইন্সপেক্টর এবং এয়ার ট্রান্সফার অফিসার নামেও পরিচিত।

৩. সাদা ইউনিফর্ম ফ্লাইট ডেক ক্রুদের মধ্যে আরেকটি ভাগ রয়েছে তা হলো মেডিকেল। তাদের ইউনিফর্মের ‍উপর লাল রং এর যোগ চিহ্ন (+) থাকে। ক্যারিয়ারের সকল ক্রুদের মেডিকেল সেবা এরাই দিয়ে থাকে।

বেগুনীঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুদের কেবল একটি মাত্রই কাজ, বিমানে ফুয়েল লোড করা।

লালঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা ফাইটারে মিসাইল, বোম্ব, রকেটসহ সব ধরনের অস্ত্রশস্ত্র লোড করে থাকে। এদের কাজ অনুসারে অরডন্যান্স ম্যান, ক্রাশ ক্রু, এবং এক্সপ্লোসিভ অরডন্যান্স ডিস্পোসাল হিসেবে ডাকা হয়ে থাকে।

নীলঃ এই ইউনিফর্মের ফ্লাইট ডেক ক্রুরা ক্যারিয়ারের প্লেন হ্যান্ডেলিং করে থাকে তাই এদের এয়ার ক্রাফট এলিভেটর অফিসারও বলা হয়। ক্যারিয়ারের উপরে বা নিচে যত ট্রাক্ট্রর রয়েছে সেগুলোর ড্রাইভিংয়ের কাজ এরাই করে থাকে।

কালোঃ এদের ফ্লাইট ডেক ক্রুদের হেড বলা হয়ে থাকে। ক্যারিয়ারের প্রত্যেক ক্রু নিজ কাজ সঠিকভাবে শেষ করেছে কিনা অথবা কি কাজ বাকি আছে তা দেখাই হলো কালো কালার ইউনিফর্ম পরিহিত ফ্লাইট ডেক ক্রুদের কাজ যার জন্য এদের “ফাইনাল চেকার” হিসেবে ডাকা হয়।

কিছু ছবিঃ

Facebook Comments

comments