হ্যাঁ বিমানটির নাম হয়তো অনেকেই শুনেননি।

এটিই পৃথিবীর একমাত্র বিমান যেটি সর্বোচ্চ ম্যাক ৬.৭০ গতি তুলেছিলো। ঘন্টায় যা দাঁড়ায় ৭২০০ কিলোমিটার!! অর্থাৎ আপনি ১ ঘন্টায় ঢাকা থেকে প্রায় লন্ডন যেতে পারবেন।

আর এই রেকর্ডটি করা হয় ৩ ই অক্টোবর ১৯৬৭ সালে।

ছবিতে SR-71

গতির দিক দিকে এর পরের অবস্থানে আছে অবশ্য মার্কিন SR-71 ব্লাকবার্ড বিমানটি যার গতি ম্যাক ৩.৩।

X-15 বিমান
X-15 এর টেইল
X-15 বিমানের সাথে নীল আর্মস্ট্রং

এই বিমানটি আর দশটা বিমান থেকে কিছুটা আলাদা। অন্যান্য বিমান যেখানে রানওয়ে থেকে টেকঅফ করে, এই বিমানটির ক্ষেত্রে তা ছিল আলাদা। এটিকে মার্কিন বি-৫২ বিমানের হার্ডপয়েন্ট থেকে ফ্লাই করতো।

B-52 বিমানের হার্ডপয়েন্টে একটি X-15 বিমান

আর এই বিমানটিতে জেট ইঞ্জিন ইউস না করে রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। রকেট ইঞ্জিনের ব্যবহার ই এতো গতির কারন। তবে রকেট ইঞ্জিন ইউস করে চাইলেই ম্যাক ২০-২৫ বা তার ও বেশি গতির বিমান তৈরি করা যায়। কিন্তু গ্রাভিট্যাশনাল ফোর্স বা জি-ফোর্সের কারনে একজন পাইলট তার কনশাসনেস হারিয়ে ফেলে বেহুশ হয়ে পড়বেন এবং কোনকোন ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অবস্থা আরো খারাপ কিংবা মৃত্যু পর্যন্ত হতে পারে।

Facebook Comments

comments