BMW R75 হচ্ছে ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মান Wehrmacht (আর্মড ফোর্স ) এর সদস্যদের কাছে সবচেয়ে জনপ্রিয় মোটরসাইকেল। BMW R75 এই মোটরসাইকেলে সাইডকার ব্যবহার করা যেত যাতে করে তিনজন সৈনিক পরিবহন করা যেত অনায়েসে এবং সাইডকারের মধ্যে MG42 এর মত মেশিন গান বসিয়ে চলন্ত অবস্থায় খুব সহজে গুলি ছোড়া যেত। জার্মান আর্মড ফোর্স এর চাহিদার কথা ১৯৩৮ সালের দিকে জানায় এবং আমর্ড ফোর্সের জন্য ১৯৪১ সালে প্রোডাকশন শুরু হয়। রাশিয়ান ফ্রন্টে ও আফ্রিকান ফ্রন্টে এই মোটরসাইকেল গুলোকে সবচেয়ে বেশি দেখা যেত।

এই BMW R75 মোটর সাইকেলের ৭৪৬ সিসির ইঞ্জিন এবং ২৬ হর্স পাওয়ার সম্পূর্ন। জার্মানীতে ঐসময় এই মোটর সাইকেলের একমাত্র প্রতিদ্বন্ধী ছিলো Zündapp কোম্পানির KS 750 মডেলের মোটর সাইকেল।

আমেরিকানরা জার্মানীদের যুদ্ধ ক্ষেত্রে মোটর সাইকেলের সফলতা দেখে Harley-Davidson কোম্পানিকে অনুরূপ টাইপ মোটরসাইকেল তৈরি করার অনুরোধ করে।

যার ফলে পরবর্তীতে ১৯৪২ সালেই Harley-Davidson কোম্পানি আমেরিকান সেনাবাহিনীর জন্য নিয়ে আসে Harley-Davidson XA মডেলের মোটরসাইকেল যা পরবর্তীতে ইউরোপে দাপিয়ে বেড়ায়।

Harley-Davidson XA

Harley-Davidson XA

 

এবার সংক্ষেপে এই মোটরসাইকেলটি সম্পর্কে জেনে নিইঃ

  • ক্রুঃ ১-৩ জন
  • গতিঃ ৯৩.৩ কিলোমিটার/ঘন্টায়
  • অস্ত্রসস্ত্রঃ ১টি MG34 মেশিনগান
  • দৈর্ঘ্যঃ ৭.৮৭ ফুট
  • প্রস্থঃ ৫.৬৪ ফুট
  • উচ্চতাঃ ৩.২৮ ফুট
  • প্রস্তুতকারকঃ বিএমডব্লিউ
  • প্রোডাকশন পিরিওডঃ ১৯৪১-১৯৪৬
  • প্রোডাকশন ইউনিটঃ ১৬,৫১০
  • ইঞ্জিনঃ ৪ স্ট্রোক এর দুই সিলিন্ডার বিশিষ্ট ১টি ৭৪৬ সিসি ইঞ্জিন
  • শক্তিঃ ২৬ হর্সপাওয়ার
  • ওজনঃ ৪২০ কেজি

যুদ্ধে জার্মানী হেরে যাওয়ার পর BMW R75 এর প্রোডাকশন বন্ধ হয়ে যায়, তবে ৫০ এর দশক পর্যন্ত পূর্ব জার্মানীতে (সোভিয়েত নিয়ন্ত্রিত) কিছু সংখ্যক তৈরি করা হতো। সবমিলিয়ে এপর্যন্ত ১৬,৫১০ টি BMW R75 তৈরি করা হয়েছে।

Facebook Comments

comments