BTR-80 হচ্ছে রাশিয়ার তৈরী অত্যাধুনিক আর্মড পার্সোনেল ক্যারিয়ার (APC)। এগুলোর মূলত কাজ সৈন্য পরিবহন করা, এবং যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে সৈন্যদের ফায়ার সাপোর্ট প্রদান করা।

১৯৮৬ সালে এগুলা প্রথম সার্ভিসে আসে। এখন পর্যন্ত সবমিলিয়ে ৫০০০+ BTR-80 এপিসি তৈরী করা হয়েছে। উল্লেখ্য রাশিয়ার পর বাংলাদেশ হচ্ছে এর বৃহত্তম ব্যবহারকারী। বাংলাদেশ সেনাবাহিনীতে সবমিলিয়ে প্রায় ১০০০ হাজারের অধিক এপিসি রয়েছে। এবং আরো ৩৫০+ অর্ডার করা হয়েছে।

গুলশান হামলার সময় বাংলাদেশ সেনাবাহিনীর বীর কমান্ডোরা এপিসির সাহায্যে দেওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, এবং জঙ্গিদের নাস্তানাবুদ করে দেয়।

 

BTR-80 এপিসির সম্পর্কে বিস্তারিতঃ

  • ওজনঃ ১৩.৬ টন
  • দৈর্ঘ্যঃ ৭.৭ মিটার
  • প্রস্থঃ ২.৯ মিটার
  • উচ্চতাঃ ২.৪১ মিটার
  • ধারণ ক্ষমতাঃ মোট ১০ জন (৩জন ক্রু, এবং ৭ জন সৈন্য)

অস্ত্রসস্ত্রঃ

  • ১টি ৭.৬২ মি.মি এর PKT মেশিন গান
  • ১টি ৩০ মি.মি এর 2A72 অটোমেটিক ক্যানন
  • ১টি ১৪.৫ মি.মি এর KPVT মেশিন গান
  • গতিঃ ঘন্টায় সর্বোচ্চ ৯০ কি.মি
  • রেন্জঃ ৬০০ কি.মি

 

ব্যবহারকারক দেশঃ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, তুর্কি, ইরাক, সিরিয়া, আলজেরিয়া, ইউক্রেন, রাশিয়া প্রভৃতি।

 

BTR-80 এর কিছু এক্সক্লুসিভ ছবিঃ

BTR-80 APC

A BTR-80 A APC in Russia Arms Expo

BTR-80 APC

A Russian BTR-80 APC Swimming

BTR-80 APC

A BTR-80 APC near the coast

BTR-80 APC

Bangladesh Army with BTR-80 APC

BTR-80 APC

Bangladesh Army with BTR-80 APC on the river

BTR-80 APC

Bangladeshi Army personnel on BTR-80 APC

Facebook Comments

comments