TAI Anka হচ্ছে তুর্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির (TAI) তৈরি একটি সার্ভেইলেন্স ও এটাক ড্রোন, যেটি তুর্কির সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হয়।

এই ড্রোনটি দিনে রাতে যে কোন আবহাওয়ায় যে কোন পরিস্থিতিতে শত্রুর এলাকায় গোপন নজরদারি, পর্যবেক্ষণ, টার্গেট ডিটেকশন ও তা সনাক্তকরণ, সিগনাল ইন্টেলিজেন্স ও গোপন মিশন পরিচালনায় যথেষ্ট সক্ষম।

এই ড্রোনটি অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে।

এই ইউএভি তে আছে তিনটি এয়ার ভেহিকেল সিস্টেম। এছাড়া আছে,

● গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন (GCS)
● গ্রাউন্ড ডাটা টার্মিনাল (GDT)
● অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিং সিস্টেম (ATOLS)
● ট্রান্সপোর্টেবল ইমেইজ এক্সপ্লয়েটেশন সিস্টেম(TIES)
● রিমোট ভিডিও টার্মিনাল (RVT)
● ভেরিয়াস গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (GSE)

 

এই ড্রোনটি দৈর্ঘ্যে ২৬.২ ফুট, উচ্চতা ১১.১ ফুট। ড্রোনটি ২১৭ কেজি পে-লোড নিয়ে এবং সর্বোচ্চ ১৬০০ কেজি ওজন সর্বোচ্চ ৩০ হাজার ফুট উপরে উঠতে পারে এবং একটানা ২৪ ঘন্টা উড়তে পারে।

ড্রোনটি সর্বোচ্চ ২১৭ কিঃমিঃ গতিতে এবং একটানা সর্বোচ্চ ৪৮৯৬ কিঃমিঃ পথ পাড়ি দিতে পারে।

এতে ব্যবহার করা হয়েছে 1 × Thielert Centurion ২.০ টার্বোচার্জড চার সিলিন্ডারের ইঞ্জিন (১৫৫ এইচপি)

 

এই ড্রোনটির তিনটি ভ্যারিয়ান্ট আছে।

১) ANKA A
২) ANKA B
৩) ANKA S

এছাড়া বর্তমানে ANKA +A নামক নতুন আরেকটি UCAV(Unmanned Combat Aerial Vehicle) ভ্যারিয়ান্ট ডেভেলপ করা হচ্ছে। যেটি রকেটসান সিরিট মিশাইল ক্যারি করবে।

এছাড়া এতে আরো শক্তিশালী টার্বো ইঞ্জিন কিংবা গ্যাস টার্বাইন ইঞ্জিন ব্যবহার করা হবে।

আর এর ওজন হবে ৪ টন বা ৪ হাজার কেজির ও বেশি।

 

TAI Anka এর কিছু এক্সক্লুসিভ ছবিঃ

TAI Anka UAV

Anka UAV at TAI’s Show

TAI Anka UAV

Anka UAV at TAI’s Show

Anka UAV at TAI’s Show

TAI Anka UAV

ANKA UAV at TAI’s Show

TAI Anka UAV

Anka UAV at TAI’s Show

TAI Anka UAV

Anka UAV at runway

TAI Anka UAV

Anka UAV at TAI’s Show

TAI Anka UAV

Anka UAV flying

Facebook Comments

comments