Wing Loong-2 হচ্ছে চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশনের তৈরি ২য় প্রজন্মের একটি সার্ভেইলেন্স ও এটাক ড্রোন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বেইজিং এয়ার শোতে এর ২য় ভার্সন Wing Loong-2 উন্মোচন করা হয়।

২০১৭ সালের ২৭ ফ্রেব্রুয়ারি ড্রোনটি তার প্রথম ফ্লাইট সম্পন্ন করে। ড্রোনটির ডিজাইন মূলত আমেরিকার MQ-9 Reaper থেকে কপি করা। যদিও বাস্তবে এর পারফরমেন্স MQ-9 থেকে তুলনামূলক কম।

MQ-9 Reaper

ছবিতে MQ-9 Reaper ড্রোন

এই সিরিজের উন্নত ড্রোনটি চায়না ২০১৬ সালে তাদের জোহাই এয়ারশোতে প্রদর্শন করে। এর প্রথম কাস্টমার ছিল মিশর এরপরে সৌদি আরব এটি বিশাল সংখ্যায় ক্রয় করে। এটি দিয়ে সৌদি আরব হুথি বিদ্রোহীদের উপর নজরধারি ও হামলার কাজে ব্যবহার করে। মিশর আইএস জঙ্গিদের উপর এই ড্রোন থেকে নিয়মিত এয়ার স্ট্রাইক করে। তাছাড়া আরব আমিরাত এটির নতুন ক্রেতা।

ড্রোনটি দৈর্ঘ্যে ১১ মিটার, পাখার প্রস্থ ২০.৫ মিটার ও লম্বায় ৪.১ মিটার। এর অপারেশনাল রেঞ্জ ২০০০ কিলোমিটার। এতে ব্যবহার করা হয়েছে টার্বোচার্জ ফোর সাইলেন্সার ইঞ্জিন। যার ফলে এটি চলার সময় অনেক অল্প শব্দ তৈরি করে। ড্রোনটির গতি প্রতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটার, সার্ভিস সিলিং ৯০০০ মিটার এবং এটি একটানা ৩২ ঘণ্টা উড়তে সক্ষম।

এই ড্রোনটির প্রতিটি পাখার নিচে ৩টি হার্ডপয়েন্ট রয়েছে যেগুলো আগের তুলনায় আরো বেশী মিসাইল, বোমা ও রকেট বহন করতে পারে। এছাড়া অন্যান্য ইউএভির মত কমান্ডসেন্টারে ডাটা আদান প্রদানের জন্যে এতে একটি স্যাটেলাইট কমিউনিকেশন এন্টেনা রয়েছে।

ড্রোনটির ল্যান্ডিং গিয়ার মুলত ২ টি মেইন হুইল নিয়ে। একটি ফিউজলেজ এর নিচে আর আরেকটি নোজ এর নিচে। অন্যান্য উন্নত ড্রোনের মত এই ড্রোনটিও অটোমেটিক টেকঅফ এবং ল্যান্ডিং করতে পারে।

CAIG Wing Loong II Drone

CAIG Wing Loong II Drone

ড্রোনটিতে অত্যাধুনিক জিপিএস কমিউনিকেশন সিস্টেম, ইলেক্ট্র অপটিক্যাল পোড, ডে লাইট ইনফ্রারেড ক্যামেরা, টার্গেটিং ডাটা এবং শক্তিশালী সেন্সর বিদ্যমান থাকায় যে কোন পরিবেশে এটি অপারেশন পরিচলনা করতে পারে।

CAIG Wing Loong II Drone

এই ড্রোনটি মোট ৪৮০ কেজি ও কিছু সূত্রমতে ৬০০ কেজি পরিমাণবোমা/মিসাইল নিতে সক্ষম। কারণ এটি মোট ১২ টি FT-9 লেজার গাইডেড বোমা বহন করতে পারে, যার প্রতিটির ওজন ৫০ কেজি।

CAIG Wing Loong II Drone

তাছাড়া GB3 ২৫০ কেজি ওজনের লেজার গাইডেড বোমা, FT-1, FT-2, FT-3, FT-4, FT-6 স্যাটেলাইট গাইডেড বোমা নিতে সক্ষম।

এছাড়াও FT-5 ছোট ডায়ামিটার ১০০ কেজি বোমা, FT-7, FT-9, FT-10 ও FT-12 সহ বিভিন্ন মডেলের বোমা/মিসাইল নিতে সক্ষম।

CAIG Wing Loong II Drone

তাছাড়া উক্ত ড্রোনটি দিয়ে বিশাল এলাকাজুড়ে নজরধারি, শত্রুর অবস্থানে তথ্য, ছবি ও নিখুঁত ম্যাপ ও মেরিটাইমের কাজেও ব্যবহার করা যায়।

এই ড্রোন এবং এর অস্ত্রসমুহ রিমোটের সাহায্যে মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। একটি ডাটা কমিউনিকেশনস লিংক এর মাধ্যমে কন্ট্রোল স্টেশন বিভিন্ন তথ্য পায় এবং সেই তথ্য অনুযায়ী উপযুক্ত নির্দেশনা প্রদান করে।

CAIG Wing Loong II GCS

গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন

এক কথায় বলতে গেলে এটি অনেক উন্নতমানের একটি ড্রোন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সৌদিআরব চিন থেকে প্রায় ৩০০ টির মত উইং লুং-২ ড্রোন ক্রয় করেছে।

সম্প্রতি আমাদের জন্য ও এই ড্রোনটির ১ সিস্টেম ক্রয় করা হয়েছে এবং নতুন করে জি২জি ভিত্তিতে আরো কিছুসংখ্যক ড্রোন কেনা হবে।

 

এবার এক নজরে এই ড্রোনটি সম্পর্কে জেনে নিইঃ

  • ক্রু – গ্রাউন্ড ক্রু ২ জন
  • সার্ভিস সিলিং – ৩০,০০০ ফুট
  • স্পিড – ৩৭০ কি.মি. ঘন্টায়
  • ক্রুজ স্পিড – ৩৪০ কি.মি ঘন্টায়
  • অপারেশন রেঞ্জ – ১,৫০০ কি.মি.
  • ওজন বহন ক্ষমতা – সর্বোচ্চ ৪৮০ কেজি (তবে প্রকৃতপক্ষে আরো বেশি)
  • এনডিউরেন্স – ৩২ ঘন্টা

CAIG Wing Loong II Drone

চীন মূলত উইং লুং (১) থেকে উইং লুং-২ তে আপগ্রেড করে এর সিলিং এবং ওজন বহনের পরিমান বাড়িয়েছে। যেখানে উইং লুং-১ মাত্র ১৭,০০০ ফুট উচ্চতায় উড়তে পারতো এবং সর্বোচ্চ ২০০ কেজি ওজন বহন করতো, সেখানে উইং লুং-২ সর্বোচ্চ ৩০,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে এবং সর্বোচ্চ ৪৮০ কেজি ওজন বহন করতে পারে।

সব মিলিয়ে ড্রোনটি আমাদের জন্য ভালোই; বিগিনিং প্লাটফর্ম হিসেবে অনেক কিছু। এই UCAV টি দিয়ে হাতেখড়ি হওয়ার পর ভবিষ্যৎে আমাদের জন্য এর চেয়ে আরো উন্নত মানের এটাকিং ড্রোন কেনা হবে।

CAIG Wing Loong II Drone

Facebook Comments

comments