চায়নার চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি উয়িং লোং এটাক ড্রোনটি চায়না বাদেও মিশর, সৌদিআরব, আরব আমিরাত, নাইজেরিয়া ব্যবহার করে থাকে। তবে সবচেয়ে বেশি ব্যবহার করে মিশরের বিমানবাহিনী।

এটাকিং ছাড়াও এটি দিয়ে নজরদারীর কাজ ও সুন্দরভাবে করা যায়। মানে একের ভিতরে দুই আর-কি !

আসলে এই ড্রোনটি মার্কিন প্রেডিটর এটাক ড্রোনের চাইনিজ কপি।

 

ড্রোনটি সম্পর্কে এবার একনজরে জেনে নিইঃ

  • লম্বায়– ৪৫ ফুট
  • ওজন – ১১০০ কেজি
  • গতি – ৩০০ কিলোমিটার
  • রেঞ্জ – ৪০০০ কিলোমিটার
  • সার্ভিস সিলিং – ২০ হাজার ফুট

এছাড়া এটি ১৫০ কেজি পর্যন্ত বিভিন্ন সিরিজের মিসাইল বহন করতে পারে।

এই ড্রোনটি একটানা ২০ ঘণ্টা উড়তে সক্ষম। এর প্রতিটির দাম ১ মিলিয়ন ডলার। আমাদের সমুদ্র সীমা, সীমান্ত এলাকা, মায়ানমার বাংলাদেশ বর্ডারে নজরদারি সহ পার্বত্য এলাকায় নজরদারি ও এটাকিংয়ের জন্য এর জুড়ি নেই।

Wing Loong Drone

Wing Loong Drone with missiles

Wing Loong Drone

Wing Loong Drone

Wing Loong Done

Facebook Comments

comments