Mitusbishi F-15J হচ্ছে প্রযুক্তিতে সেরা জাপানের তৈরী এক সিট এবং ২ ইন্জিন বিশিষ্ট এয়ার সুপেরিওরিটি ফাইটার (Air Superiority Fighter)

১৯৮০ সালে প্রথম এটি আকাশে উড্ডয়ন করে।

Mitsubishi নামক একটি জাপানিজ কোম্পানি এই যুদ্ধবিমানটি তৈরী করে।

Mitsubishi F-15J কে আমেরিকান F-15 eagle এর উপর ভিত্তি করে বানানো হয়েছে। এর মোট ২টি ভার্সন রয়েছে যথাক্রমে F-15J এবং F-15DJ. যার মধ্যে F-15DJ হলো ২ সিট বিশিষ্ট ট্রেইনার ভার্সন। এখন পর্যন্ত সবমিলিয়ে মোট এই মডেলের ২২৩টি এয়ারক্রাফট তৈরী করা হয়েছে।

এটির বিবরণ:

খালি অবস্থায় ওজনঃ ১২৭০০ কেজি।

লোড অবস্থায় ওজনঃ ২০২০০ কেজি।

দৈর্ঘ্যঃ ১৯.৪৩ মিটার।

প্রস্থঃ ১২.৫ মিটার।

উচ্চতাঃ ৫.৬৩ মিটার।

ক্রুর সংখ্যাঃ ১জন পাইলট।

গতিঃ ম্যাক ২.৫

অস্ত্র:

১টি ২০ মি.মি এর M61 Vulcan cannon (মোট ৯৪০ রাউন্ড)

হার্ডপয়েন্টঃ ১০টি

এয়ার টু এয়ার মিসাইলঃ ১টি Mitsubishi AAM-3 মিসাইল

১টি AIM-9 Sidewinder মিসাইল

১টি Mitsubishi AAM-4 মিসাইল

১টি AIM-7 Sparrow মিসাইল

১টি Mitsubishi AAM-5 মিসাইল

বোম্ব:

৮টি MK-82 General purpose bomb

৪টি CBU-87 Cluster Bomb

কিছু ছবিঃ

Mitsubishi F 15

Mitsubishi F-15J on runway

Mitsubishi F 15

Mitsubishi F-15J getting ready to fly

Mitsubishi F 15

Mitsubishi F-15J in beautiful looks on runway

Mitsubishi F 15

Mitsubishi F-15J taking off

Mitsubishi F 15

Mitsubishi F-15J in White Camouflage

Mitshubishi F 15

Mitsubishi F-15J in Beautiful Camouflage

Mitsubishi F 15

Mitsubishi F-15J flying in the wide blue Sky

Mitsubishi F 15

Mitsubishi F-15J on peaceful mood

লেখায়ঃ Aunkon

Facebook Comments

comments