Hongdu JL8 বা K-8 হচ্ছে চীনের তৈরী ২ সিট এবং ১ ইন্জিন বিশিষ্ট ট্রেইনার+লাইট অ্যাটাক যুদ্ধবিমান। ১৯৯০ সালে এটি প্রথম আকাশে উড্ডয়ন করে। এখন পর্যন্ত সবমিলিয়ে ৫০০টির অধিক K-8 বিমান তৈরী করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট ৯টি Hongdu k-8 বিমান সার্ভিসে রয়েছে।

এক নজরে এই বিমানটির সম্পর্কে বিস্তারিত:

খালি অবস্থায় ওজনঃ ২৬৮৭ কেজি
লোড অবস্থায় ওজনঃ ৪৩৩০ কেজি
দৈর্ঘ্যঃ ১১.৬ মিটার
প্রস্থঃ ৮.৬৩ মিটার
উচ্চতাঃ ৪.২১ মিটার
ক্রুর সংখ্যাঃ ২জন পাইলট
গতিঃ ম্যাক ০.৭৫ অথবা ঘন্টায় সর্বোচ্চ ৮০০ কি.মি
রেন্জ: একটানা ২২৫০ কি.মি

অস্ত্রঃ ১টি ২৩ মি.মি এর ক্যানন পড (Cannon Pod)
হার্ডপয়েন্ট: ৫টি

রকেট: ৫৭ মি.মি এর Unguided রকেট পড (মোট ২৪ রাউন্ড)

এয়ার টু এয়ার মিসাইল:
২টি PL-5 মিসাইল
২টি PL-7 মিসাইল

বোম্বঃ ৪৫০ কেজি পর্যন্ত আনগাইডেড বোমা বহন করা যায়

ইউনিট কোস্টঃ ১০ মিলিয়ন ডলার বা ৮০ কোটি টাকা

ব্যবহারকারক দেশঃ পাকিস্তান, চীন, শ্রীলংকা, বাংলাদেশ, মিশর, সুদান প্রভৃতি।

Facebook Comments

comments