মানুষের প্রথম পোষ মানা প্রাণীও কুকুর। আজ থেকে ২০ হাজার বছর আগে মানুষ যখন পশু শিকার ও ফলমূলের উপরই নির্ভর ছিলো, যখন ধারালো পাথর, পশুর হাড়-শিং ও লাঠি দিয়ে আত্মরক্ষা করতো তখন বুনো নেকড়ে পোষ মানিয়ে শিকারে ব্যবহার করে। বুনো বাইসন, ঘোড়া, মোষের পাল তাড়িয়ে আনতো সেই নেকড়ে। কালের পরিক্রমায় এখন আমাদের নিত্য সঙ্গী কুকুর।

বর্তমানে শুধু পোষ্যপ্রানী ই নয়, বরং সামরিক বাহিনীতেও মর্যাদার সাথে কাজ করছে এই কুকুরগুলি।

মানুষের তুলনায় ৫ থেকে ১০ গুণ বেশি গন্ধের গভীর গন্ধের সাথে কাজ করা কুকুর বিস্ফোরক বা ড্রাগের মিনিট ট্রেস সনাক্ত করে তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে দিতে পারে।

কুকুর শত্রুর জন্য একটি শক্তিশালী মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন সামরিক অপারেশনে সৈন্যরা কুকুরকে সাথে করে নিয়ে থাকে৷ আমেরিকান নেভি সিল, ইউএস ডেল্টা ফোর্স, ইউএস আর্মি, ইউএস মেরিন কর্পস এমনকি ইউএস এয়ার ফোর্সে ও কুকুরকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

প্রতিটি কুকুরকে ট্রেনিং এর পেছনে ৪০ হাজার ডলার বা ৩০ লাখ টাকার ও বেশি খরচ হয়।

 

আজকে আমরা জেনে নিবো কুকুর সম্পর্কে ১০টি মজার তথ্যঃ

১. কুকুরের নাক শুধু ঘ্রাণ নেওয়ার জন্য নয় বরং তাদের শরীর ঠাণ্ডা রাখার জন্যও ব্যবহূত হয়!

২. আধুনিক মিলিটারী ও পুলিশে কুকুর অপরিহার্য। পাহারার জন্য গার্ড ডগ ছাড়াও মাদক-বিষ্ফোরক ইত্যাদি খোঁজা, অপরাধীকে ট্রেস করা ও যুদ্ধ ক্ষেত্রে সূক্ষ ঘ্রাণ ও শ্রবণ শক্তির মাধ্যমে আহত যোদ্ধা খুজে বের করার কাজে প্রশিক্ষন প্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়। কুকুরের ইউনিটকে সাধারণত K-9 Unit বলে।

৩. একটি পূর্ণবয়স্ক কুকুরের দাঁতের সংখ্যা ৪২।

৪. কুকুরের হার্ট মিনিটে ১২০ বার স্পন্দিত হয়।

৫. মানুষের আইডেন্টিটির স্যাম্পল যেমন বুড়ো আঙুলে কুকুরের তেমনই নাকে।

৬. জাতভেদে কুকুর সাধারণত ৮ থেকে ১৫ বছর বাঁচে। একটি কুকুরের সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড ২৯ বছর।

৭. মানুষের শ্রবণক্ষমতা যেখানে ৩১ হার্জ থেকে ১৯ কিলো হার্জ সেখানে কুকুরের ৬৪ হার্জ থেকে ৪৪ কিলো হার্জ।

৮. বাছেঞ্জি হচ্ছে কুকুরের একমাত্র জাত, যারা ডাকতে পারে না!

৯. কুকুরেরা একটা ২ বছর বয়সী মানব শিশুর মতো বুদ্ধিমত্তা রাখে।

১০. এক কামড়ে একটা কুকুর ৩২০ পাউন্ড-এর চাপ দিতে পারে তার মুখ দিয়ে।

১ম বিশ্বযুদ্ধের নায়ক মার্কিন যোদ্ধা সার্জেন্ট স্টাবি

লেখায়ঃ শিহরণ ও এডমিন কর্তৃক সংযোজিত।

Facebook Comments

comments