১৯৮৭ সালে সোভিয়েত ব্যাটল মিসাইল ক্যারিয়ার সিরিজের প্রথম ৩৫০ টন এর গ্রাউন্ড ইফেক্ট ভেহিকল (জিইভি) তৈরি করা হয়েছিল। এই দৈত্যাকার বিশাল জাহাজটিকে লুন বলে ডাকা হতো, যা রাশিয়ান শিকারি পাখি, হ্যারিয়ারের নামানুসারে রাখা হয়েছিলো। এছাড়া একে প্রোজেক্ট ৯০৩ ও বলা হতো।

 

লুন-ক্লাসের এই একরানোপ্লান যার ন্যাটো স্ট্যান্ডার্ড নাম ডাক, রাশিয়ান বিখ্যাত জাহাজ নির্মাতা রস্টিস্লাভ ইভভিনিভিচ আলেক্সেয়েভ দ্বারা ডিজাইন করা হয়েছিল; যিনি একরোনাপ্লান ছাড়াও হাইড্রোফয়েল শিপের পথিকৃৎ হিসেবেও বেশ পরিচিত। এটি ১৯৮৭ সাল থেকে ১৯৯০ এর দশক পর্যন্ত সোভিয়েত ও পরবর্তীতে রাশিয়ান নৌবাহিনী দ্বারা ব্যবহৃত হয়।

স্পাসেটেল বা রেসকিউর নামক দ্বিতীয় লুন ক্লাস ব্যাটল এয়ারক্রাফট নির্মান করার কথা ছিলো। কোল্ড ওয়ার শেষ হলে এর পরিবর্তে উপকূলীয় বা সমুদ্র অঞ্চলে দ্রুত তদারকি করার জন্য একটি উদ্ধারকারী বিমান বা মোবাইল ফিল্ড হসপিটাল তৈরি করা হয়।

দ্বিতীয় লুন ক্লাসের কাজ প্রায় ৯০% শেষ না হতেই তখন রাশিয়ার আর্থিক সংকটের কারনে সামরিক অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার ফলে এই প্রোজেক্টটির কাজ ও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এমডি-২৬০, লুন ক্লাসের এই একমাত্র মডেলটি এখন পরিত্যক্ত হিসেবে কাসপিয়স্কের একটি নৌঘাঁটিতে পড়ে আছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে বন্ধ হয়ে যাওয়া এই প্রকল্পটিকে নতুন করে চালু করার কোন পরিকল্পনা ই তাদের নেই।

উচ্চ গতিসম্পন্ন সামরিক পরিবহনের জন্য ই সোভিয়েত ইউনিয়ন কর্তৃক তৈরিকৃত লুন ক্লাস একরানোপ্লান মূলত ক্যাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের উপর ভিত্তি করে সেখানে থাকা অন্যান্য জাহাজের পাশাপাশি একে নির্মান হয়েছিলো।

এই হাইব্রিড ভেহিকলটি ৮ টি টার্বোজেট ইঞ্জিন দ্বারা পরিচালিত। আর এর দৈর্ঘ্য ৭৩.৮ মিটার, যা এযাবতকালের নির্মিত অনুরূপ পরিবহণের মধ্যে অন্যতম।

২০০৫ সালে, ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশন (আইএমও) এই ধরনের ক্রাফট্ কে সুইমিং প্লেন/সি প্লেনের পরিবর্তে ফ্লাইং শীপ হিসেবেই ক্লাসিফাই করেছে।

এর কারণ লুন-ক্লাস একরানোপ্লান একটি গ্রাউন্ড ইফেক্ট ভেহিকল, যেটি তার বিশাল উইংয়ের গ্রাউন্ড ইফেক্ট দ্বারা সৃষ্ট লিফট ব্যবহার করে জলপৃষ্ঠের কাছাকাছি (প্রায় ৫ মিটার বা তার কম উচ্চতায়) উড়তো।

লুন ৬ টি মস্কিটক্রুজ (Moskitcruise) মিসাইল বহন করতো, যার ন্যাটো ক্লাসিফিকেশন নেম SS-N-22 সানবার্ন। এর চারটি মিসাইল হিট করলেই যে কোন আকারের বিশাল জাহাজ ও ডুবতে বাধ্য।

এই একরানোপ্লানটিতে কোন ল্যান্ডিং গিয়ার নেই, শুধুমাত্র একটি হাইড্রো-স্কি রয়েছে এতে। আর যার কারনে পানি থেকে ভুমিতে ল্যান্ডিং করা এর পক্ষে একপ্রকারের কষ্টসাধ্য বা বলতে গেলে কিছুটা অসম্ভব ই বটে। আর এই কারনে এর জন্য একটি স্পেশাল ভাসমান ড্রাই ডক ডিজাইন করা হয়েছিলো।

 

এই একরানোপ্লানটির গঠন চারটি অংশে বিভক্ত,

  • ফ্রন্ট ফেস
  • মিডল
  • ব্যাক সাইড এবং
  • চেপটাতলাযুক্ত অংশ সহ এটি একটি স্টেবিলাইজারের সাথে যুক্ত।

এর সামনের দিকের অংশে পাইলটের রুম অবস্থিত। পাশাপাশি এর ৮ টি ইঞ্জিন বহন করার জন্য সম্মুখভাগে কিছু পিলার ও আছে। এছাড়া দ্বিতীয় ইঞ্জিনটির জন্য এতে আরেকটি কক্ষ ও আছে।

এর মাঝখানের এবং পেছনের দিকের অংশে পরীক্ষানিরীক্ষা চালানোর জন্য কক্ষ আছে; আছে রান্নাঘর ও টয়লেট ও।

বিদ্যুৎ সরবরাহের জন্য এর চেপটাতলাযুক্ত অংশে পাওয়ার ইন্সটলেশন অবস্থিত। এছাড়া সেখানে গানারের জন্য একটি স্পেশাল রুম ও ওয়াটারলাইনের বারো মিটার উপরে একটি স্টেবিলাইজার আছে।

এই বিশাল একরানোপ্লানটি পরিচালনার জন্য এতে ৭ জন অফিসার সহ ৪ জন ওয়ারেন্ট অফিসার এর প্রয়োজন হতো। তবে এটি একটানা ৫ দিন কোন ধরনের রশদ ছাড়াই সম্পূর্ণ নিজে নিজে চলতে পারতো। এই বিমানটির ৮ টি Kuznetsov NK-87 টার্বোফ্যান এর প্রত্যেকটি ১২৭.৪ কিলোনিউটন থ্রাস্ট উৎপন্ন করে।

 

এবার সংক্ষেপে এর সম্পর্কে জেনে নিইঃ-

  • ক্লাসঃ লুন
  • টাইপঃ গ্রাউন্ড ইফেক্টিভ ভেহিকল(GEV)
  • দৈর্ঘ্যঃ ৭৩.৮ মিটার (২৪২ ফুট ২ ইঞ্চি)
  • উচ্চতাঃ ১৯.২ মিটার (৬৩ ফুট)
  • বীমঃ ৪৪ মিটার(১৪৪ ফুট ৪ ইঞ্চি)
  • ক্রুঃ সর্বোচ্চ ১৫ জন
  • স্পিডঃ ঘন্টায় ৫৫০ কি.মি. বা ৩৪২ মাইল
  • ক্রুজ স্পিডঃ ঘন্টায় ৪৫০ কি.মি. ২৮০ মাইল
  • রেঞ্জঃ ২০০০ কি.মি. বা ১২৪৩ মাইল
  • সার্ভিস সিলিংঃ ২৪৬০০ ফুট এবং গ্রাউন্ড ইফেক্টে ৫ মিটার বা ১৬ ফুট
  • ধারণক্ষমতাঃ ১০০ টন
  • খালি অবস্থায় ওজনঃ ২,৮৬,০০০ কেজি
  • সর্বোচ্চ টেক অফ ওয়েটঃ ৩,৮০,০০০ কেজি
  • পাওয়ার প্লান্টঃ ৮ টি Kuznetsov NK-87 টার্বোফ্যান ইঞ্জিন (প্রতিটির থ্রাস্ট ১২৭.৪ কিলোনিউটন)

অস্ত্রসস্ত্রঃ

  • ৬ টি P-270 Moskit এন্টিশিপ মিসাইল লাঞ্চার
  • ৪ টি ২৩ মি.মি. এর PI-23 টারেট (২৪০০ রাউন্ড)

১৯৯০ এর দশকের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিরাজমান সম্পর্ক আরো উত্তেজনাকর হয়ে উঠে। এছাড়া বিভিন্ন সময়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা রাশিয়াকে আরো কোণঠাসা করে দিয়েছে। অর্থনৈতিক মন্দায় সোভিয়েত তথা রাশিয়ার জায়ান্ট প্রজেক্টগুলি বন্ধ হয়ে যায়। আর তার অন্যতম বলি হয় লুন ক্লাসের এই একরানোপ্লান।

বিশালাকারের এই লুন একরানোপ্লানটি সেই সময়কার এক গৌরবান্বিত ইতিহাসের সাক্ষ্য বহন করে। কিন্তু সময়ের সাথে সাথে এটি অব্যবহৃত এবং পরিত্যক্ত অ্যারোডাইনামিকের ক্ষুদ্রাংশে পরিণত হয়েছে।

Facebook Comments

comments