RIM-162 হলো আমেরিকার তৈরি একটি হাই-স্পিড এবং হাই ম্যানুভারিং এন্টি শিপ/ক্রুজ মিসাইল কিলার। এই মিসাইলটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি মিসাইল।

AIM-7 Sparrow এর উপর বেজ করে বানানো ইভলভড সী স্প্যারো মিসাইল কন্সেপ্ট টি একদম নতুন। এর রেঞ্জ ৫০ কি.মি এবং স্পিড ম্যাক ৪। রেঞ্জ আর শিপবেইজড্ রাডার ইলুমিনেটেড অথবা নিজস্ব সিকার আছে টার্গেট লক এর জন্য।

এটি বারবার এর নির্ভরযোগ্যতার প্রমান দিয়েছে যার ফলে ইউএস নেভি এই মিসাইলটি নিয়ে সন্তুষ্ট। বিশেষ করে এর লো ফ্লাইং সুপারসনিক ক্রুজ মিসাইল ইন্টারসেপ্ট এর ক্ষমতার জন্য এটি সমাদৃত।

এগুলা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম এমকে-২৫ (VLS) এবং এমকে-৫৬ (VLS) ব্যবহার করে লঞ্চ করা হয়। প্রতিটি এমকে-২৫  ৪ টি করে RIM-162 বহন করে। এছাড়া এজিস কমব্যাট সিস্টেম ব্যবহার করেও এটি লঞ্চ করা যায়। এছাড়া Rim-162 এন্টি সার্ফেস হিসেবেও ব্যবহার করা যায়।

RIM-162 মিসাইল আমেরিকান নেভি তাদের ক্যারিয়ার, ড্রেস্টয়ার ও করভেটে ব্যবহার করে। তবে আমেরিকার বাইরে যারা ব্যবহার করে, তারা ফ্রিগেটের প্রোটেকশন এর জন্য ব্যবহার করে থাকে।

ইউএস নেভির প্রতিটি ক্যারিয়ার ৫০ টি এবং Zumwalt ড্রেস্টয়ারে ৩২০ টি করে RIM-162 বহন করে।

সবচেয়ে বড় কথা হল এর ব্লক ২ তৈরির কাজ চলছে যা কিনা হাইপারসনিক এন্টি-শিপ মিসাইল। মানে যে সব এন্টি-শিপ মিসাইলের গতি ম্যাক ৮-১০ হয়ে থাকে সেইসব এন্টি-শিপ মিসাইল প্রতিহত করার জন্য এটি তৈরি করা হবে।

আর এটি ২০১৯ এর শেষে বা ২০২০ এর প্রথম দিকে  সার্ভিসে আসবে। এবং তা AEGIS(এজিস) কমব্যাট সিস্টেমে ব্যবহার করা হবে।

আমেরিকার বাইরে তুরস্ক, জাপান, ইজরাইল, সাউথ কোরিয়া সহ বেশ কিছু দেশ এই মিসাইলটি ব্যবহার করে।

 

মিসাইলটির কিছু ছবিঃ

Facebook Comments

comments