১৯৯৯ সালে সার্বিয়ার বিরুদ্ধে অপারেশন চালানোর সময় মার্কিন ও ন্যাটো জোট সার্বিয়ান এয়ার ডিফেন্সের ভাল প্রতিরোধের মুখে পড়তে হয়!

সার্বিয়া তৎকালীন সময়ে রাশিয়ান অত্যাধুনিক এস-৩০০, এস-২০০, এস-১২৫ এর উন্নত ভার্সন সহ 2K12 Kub, 9K31 Strela-1, 9K35 Strela-10 ইত্যাদি এয়ার ডিফেন্স বিপুল পরিমানে ব্যবহার করতো।

S-200 SAM System

সার্বিয়ার এয়ার ডিফেন্স ধ্বংস করার জন্য এই অভিযানে সর্বপ্রথম ব্যবহার করা হয় বিখ্যাত মার্কিন স্টেলথ বোম্বার বি-২ স্পিরিট। অর্থাৎ এটিই ছিল বি-২ স্পিরিটের প্রথম কোন অভিযান। এই বিমান থেকে বিশ্বের প্রথম জিপিএস স্যাটেলাইট গাইডেড JDAM স্মার্ট বোমা ব্যবহার করা হয়। হামলার প্রথম ৬ দিন সার্বিয়ার গুরুত্বপূর্ণ সকল মিলিটারি ও বিমানঘাঁটিতে এবং মেজর টার্গেটে ব্যাপক হামলা চালায় বি-২ বিমান। মোট ৬ টি বিমান লাগাতার বোমা হামলা চালায়। এই হামলার সময় সার্বিয়ার রাডার সিস্টেম বি-২ কে শনাক্ত করতে ব্যর্থ হয়। সার্বিয়ান সেনারা বুঝতেই পারেনি রাতের অন্ধকারে আচমকা কোন বিমান হামলা করছে!

উক্ত অভিযানের সময় বি-২ বিমান ভুল করে চাইনিজ এমব্যাসিতে বিমান হামলা করে বসে!! এতে ১১ জন চীনা কূটনীতিক নিহত হয়। তবে অনেকে বলে ভুলক্রমে নয় চীনা দূতাবাসের সাথে ছিল রাশিয়ান দূতাবাস, আমেরিকা হয়তো রুশ দূতাবাসে হামলা চালাতে গিয়ে রাতের বেলা যায়গা সিলেক্ট করতে ভুল করে বসে!

পরে আমেরিকা এই ঘটনার জন্য চীনের কাছে ক্ষমা চায় ও চীন সরকারকে উচ্চমূল্যে ক্ষতিপূরণ দেয়!

Facebook Comments

comments