আমেরিকান AEGIS ওয়েপন সংবলিত এই ডেস্ট্রয়ার গুলো জাপানিজ মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স এর একটি নতুন যুদ্ধজাহাজ। এগুলো জাপানের দেশীয় প্রযুক্তিতে তৈরিকৃত একটি নতুন ডেস্ট্রয়ার, যা মূলত জাপানিজ হেলিকপ্টার ক্যারিয়ার কে এসকর্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং ২০১৪ প্রথম ইউনিট সার্ভিসে আসে। এই ডেস্ট্রয়ার টির ফায়ার পাওয়ারের দিক থেকে কিছু ইউরোপিয়ান ফ্রিগেটের সাথে মিল আছে কিন্তু জাপানিরা একে ডেস্ট্রয়ার এর শ্রেণিভুক্ত করেছে।

 

ফিচার, প্রপালশন & এন্ডুরেন্সঃ

৬৮০০ টনের এই ডেস্ট্রয়ার টি দৈর্ঘ্যে ১৫১ মিটার, বীম ১৮.৩ মিটার এবং ড্রাফট ৫.৩ মিটার। এতে মোট চারটি কম্বাইন্ড গ্যাস টারবাইন আছে যা একত্রে ৭৮ মেগাওয়াট শক্তি উৎপন্ন করে এবং মোট ২০০ জন নৌসেনা নিয়ে ৩০ নট গতিতে দীর্ঘদিন সমুদ্রে নজরদারী চালাতে পারে।

 

সেন্সরসঃ

বড় স্কয়ার দুটি সি-ব্যান্ড এবং ছোট স্কয়ার দুটি এক্স-ব্যান্ড রাডার

  • ডুয়েল ব্যান্ড OPS-50 মাল্টিরোল রাডার সাথে সি-ব্যান্ড এবং এক্স-ব্যান্ড রাডার। একক ভাবে দুটি সি ব্যান্ড প্রাইমারী লং রেঞ্জ সার্চ & ট্র্যাকিং রাডার।
  • একটি এক্স ব্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার আছে, যা এর সি-স্প্যারো টার্মিনাল ইন্টারসেপ্টর মিসাইল গুলোকেও গাইড করে।
  • একটি OPS-20C সার্ফেস সার্চ রাডার।
  • সমুদ্রের গভীরে সাবমেরিন শনাক্ত করার জন্য আছে একটি হাল মাউন্টেড এবং একটি টয়েড অ্যারে সোনার।

 

অস্ত্রশস্ত্রঃ

127mm MK45 Naval Gun

  • একটি ৩২ সেলের মার্ক-৪১ ভার্টিক্যাল লাঞ্চিং সিস্টেমে টার্মিনাল ইন্টারসেপ্টর সি-স্প্যারো, Rum-139 এবং Type-07 ASROC এন্টি-সাবমেরিন মিসাইল আছে।
  • একটি ১২৭ মি.মি. নেভাল গানে আছে, যা সর্বোচ্চ ২৪ কিলোমিটার দূরের এরিয়াল & সার্ফেস টার্গেট গুলোতে প্রতি মিনিটে ১৮/২০ রাউন্ড শেল নিক্ষেপ করতে পারে।

Phalanx 20mm CIWS

  • এতে ক্লোজ ইন ওয়েপন সিস্টেম হিসেবে আছে ২টি আমেরিকান ফ্যালানক্স ২০মি.মি. কিউস। যেগুলো ইনকামিং ক্রুজ মিসাইল এর হাত থেকে শেষ পর্যায়ে জাহাজ কে রক্ষা করতে সক্ষম।
  • এতে এন্টিশিপ/ল্যান্ড এটাক ক্রুজ মিসাইল হিসেবে আছে ৮ টি টাইপ-৯০ ক্রুজ মিসাইল। যা ২২৫ কিলোগ্রাম হাই এক্সপ্লোসিভ ওয়্যারহেড নিয়ে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ বস্তুকে ধ্বংস করতে সক্ষম।
  • তাছাড়া সমুদ্রের গভীরে সাবমেরিন ধ্বংস করার জন্য আছে ২ টি (লাইট ওয়েট) টর্পেডো টিউব।

Mitsubishi SH-60K

  • এবং দূরের এন্টি সাবমেরিন ওয়্যারফেয়ার এর জন্য আছে ২ টি Mitsubishi SH-60K হেলিকপ্টার

 

AEGIS ওয়েপন সিস্টেম সংবলিত এই যুদ্ধজাহাজে অত্যাধুনিক C-Band AESA লং রেঞ্জ রাডার এবং X-Band AESA ফায়ার কন্ট্রোল রাডার থাকলেও লং রেঞ্জ এরিয়াল ডিফেন্স ক্যাপাবিলিটি নেই এবং কোনো ল্যান্ড এটাক ক্যাপাবিলিটি নেই। কারন এর টাইপ ৯০ ক্রুজ মিসাইলগুলো মূলত এন্টিশিপ ক্রুজ মিসাইল।

তবে তারা যদি চায়, ডেস্ট্রয়ারটিতে লং রেঞ্জ স্যাম এবং ল্যান্ড এটাক ক্রুজ মিসাইল যুক্ত করে এর ফায়ারপাওয়ার বৃদ্ধি করতে পারে।

Facebook Comments

comments