২০১৭ সালে ভারতের তামিলনাড়ুর জেলেরা শ্রীলঙ্কার সমুদ্র সীমানায় গিয়ে প্রতিনিয়ত মাছ ধরত। বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা কয়েকদিন জেলেদের সতর্ক করে। কিন্তু যেহেতু জেলেরা দাদাদের দেশ ভারতের নাগরিক তাই শ্রীলঙ্কার নেভির সদস্যর কথা পাত্তাই দিল না।

উক্ত ঘটনার ৬ দিনের মাথায় শ্রীলঙ্কা নেভীর এক জুনিয়র অফিসার তামিলনাড়ুর ১৭৭ জেলেকে আটক করে শ্রীলঙ্কার সীমানা থেকে। কিন্তু তিনি তাদের গ্রেফতার করলেন না করে বসলেন অদ্ভুত কান্ড! তিনি জেলেদের বললেন, “আমার কথা শুনো, না হলে গ্রেফতার হয়ে জেলে!”

ভারতীয় জেলেরা তার কথা শুনে অবাক অফিসার বলল তোমাদের যেতে দিবো একটি কাজের বিনিময়ে আর সেটি হল সবাইকে কাপড় খুলে উলংগ হয়ে যেতে হবে! ভারতীয় জেলেরা অবাক হলেও আবার জেল ঝামেলা সাথে অফিসার এটাও বলে দিলেন উলংগ হয়ে কান ধরে বলতে হবে আমরা শ্রীলঙ্কার সমুদ্র সীমানায় আর মাছ ধরতে আসবো না।

শেষে শ্রীলঙ্কার নেভী ১৭৭ জন জেলের কাপড় খুলে রেখে দেয় ও উলঙ্গ অবস্থায় ভারতে যেতে দেয়। উক্ত ঘটনার পরে হইচই পরে যায় সারা ভারত জুড়ে!

ভারত অফিশিয়ালি শ্রীলঙ্কার কাছে এর বিশ্লেষণ চায়। শ্রীলঙ্কা শেষে ভারতকে বলে তাদের জুনিয়র অফিসার ভুলে এমন করেছে। তবে যাই হোক ইজ্জত তো ফিরে পাওয়া যায়না ১৭৭ লোককে লেংটা করে শ্রীলঙ্কার একটা মনস্তাত্ত্বিক গেইম ছিলো। উক্ত ঘটনার পরে আশংকাজনক ভাবে শ্রীলঙ্কার সমুদ্র সীমানায় ভারতীয় জেলেদের মাছ ধরার পরিমাণ কমে যায়।

Facebook Comments

comments