সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র মোরা দেশের তরে।” হ্যা, দেশের তরে। সর্বত্র। সর্বক্ষন।

আমার কোর্সমেট, তাহমিদ। F-7 ফাইটার পাইলট। সবসময় ওকে ক্ষ্যাপাতাম, ক্যান যে এয়ারফোর্স এ জয়েন করলি! ওই ভাঙাচুরা প্লেন নিয়া আকাশে উইড়া কি লাভ?

এটা আমাদের Interservices Coursemate অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স এর কোর্সমেট দের মধ্যকার প্রাত্যহিক খুনশুটি।

খুনশুটির উদ্দেশ্যই থাকে কি করে নিজের ফোর্সকে অন্য ফোর্সদের থেকে সেরা প্রমাণ করা যায়। নেহাত মজা করা আর একজন আরেকজনকে ক্ষ্যাপানো। তাই ক্ষেপিয়ে ক্ষেপিয়ে বলতাম, দোস্ত আর কিছু শিখিস আর নাই শিখিস, ইজেক্ট করাটা কিন্তু ভালো করে শিখিস। তোর যেই এয়ারক্রাফট, বলা তো যায়না কখন মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ টন্ধ হয়ে যায়। ইজেক্ট করে প্যারাস্যুট নিয়ে নেমে আসা ছাড়া তো গতি নাই!

স্বীকার করতেই হবে, গরিব মা আমাদের, কাটিং এজ টেকনোলজির অত্যাধুনিক এয়ারক্রাফট বা যন্ত্রপাতি নাই আমাদের। সংখ্যার দিক থেকেও অপ্রতুল।তারপরও ইজেক্টের কথাটা যতবারই বলতাম, ততোবারই আমার বন্ধুটা বলতো, জীবনেও না। প্রশ্নই আসেনা। আমি যখন ফ্লাই করি, তখন ইজেক্ট বলে আমার কাছে কোন শব্দ থাকেনা।

If my fighter goes down, then I go down with my fighter too. Abandoning my aircraft is just not an option for me. Never.

Tahmid Rumman

প্রত্যেকটা বার ছেলেটার মুখ থেকে এই একই কথাগুলো বেরোত। প্রত্যেকটা বার। কিন্তু তখন তো আর বুঝিনি, আমার কোর্সমেটটা একদিন আসলেই এই কান্ডটা ঘটিয়ে ফেলবে?

মাটিতে মিশে যাওয়ার আগ পর্যন্ত চেষ্টা করে যাবে যদি এয়ারক্রাফট টাকে বাঁচানো যায়! দেশের মানুষের রক্ত পানি করা এতগুলো টাকায় কেনা এয়ারক্রাফট টা যদি কোনভাবে বাঁচানো যায়। পারেনি।শেষ দম পর্যন্ত চেষ্টা করে গেছে আমার বন্ধুটা।কিন্তু পারেনি। তবে না পারার গ্লানী নিয়ে ফেরতও আসেনি। আর আসবেওনা কোন দিন। কথা দিয়েছিল, এয়ারক্রাফট কখনও Abandon করবেনা। করেওনি। না এসেও আমাদের অন্তরে চিরস্থায়ী হয়ে গেছে ও। এখন আর চাইলেও যেতে পারবেনা কোথাও। ও কেবল আমার হারানো বন্ধু, হারানো সহযোদ্ধাই না, ও আমাদের ভেতরকার শেষ বিন্দু দিয়ে লড়ার প্রতিজ্ঞাও।

আসলে হোক আর্মি, হোক নেভি, আর হোক এয়ারফোর্স, সামরিক জীবনটাই এমন। হাসতে হাসতে প্রাণ দেয়ার গল্প এখানে ভর্তি। সামরিক বাহিনীর প্রতিটা সদস্য এটা জেনে, বুকে ধারণ করেই প্রতিটা দিন শুরু করে। চালিয়ে যায় কঠোর প্রশিক্ষণ। প্রতিটা দিন।

তাই আজও সহযোদ্ধাকে হারানোর কষ্ট বুকে পাথর চাপা দিয়েই অন্য আরেকটা F-7 নিয়ে অন্য আরেকজন পাইলট আকাশ চিড়ে উড়ে যায়। কারণ সে যে শপথ নিয়েছে, “বাংলার আকাশ রাখিব মুক্ত”।

F-7 MB

এফ-৭ এমবি যুদ্ধবিমান

তাহমিদের ছোট ভাইটাও একজন সামরিক অফিসার। সেনা অফিসার সে। ভাই হারানো একুশ বাইশ বছরের ছেলেটা তারপরও প্রতিদিন সকালে উঠে কম্ব্যাট পরে গায়ে। আর দাঁতে দাঁত চেপে মনে মনে জপতে থাকে, “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে।

পরাক্রমশালী ঝড়ের মধ্যে আক্রান্ত বেসামরিক জাহাজের বাকি ক্রু’দের উদ্ধারের পর সর্বশেষ ক্রু’কে রক্ষা করতে গিয়ে নিজেকে সাগরে বিলীন করে দেয়া অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজের সেই জাহাজটা নিয়েই তার ক্রু’রা আজও সাগরে ভাসে। ভাসতে যে তাদের হবেই, কারণ ওই যে, তারা শপথ নিয়েছে, “শান্তিতে, সংগ্রামে, সমুদ্র দুর্জয়।

কোন কিছু না জেনে,না বুঝে, একটু ধৈর্য ধরতে না পেরে, স্রেফ গুজব আর জল্পনা কল্পনায় কান দিয়ে আপনার যত ইচ্ছা হয় গালাগাল দেন। আগেও দিয়েছে লোকজন। কিন্তু এতে তাহমিদের কিছু যায় আসেনি। আমারও কিছু যায় আসেনা। যায় আসেনা বাহিনীর অন্য কোন সদস্যের। একটু কষ্ট তো লাগেই। কিন্তু কষ্ট বুকে চাপা দিয়ে আমরা আমাদের দায়িত্বটুকু সর্বস্ব উজাড় করে দিয়ে পালন করতে জানি। তাই গালাগাল যত মনে চায় দিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পরুন।

কারণ আমরা আছি, সদা প্রস্তুত, প্রয়োজনে আপনার জন্যই হাঁসতে হাঁসতে জান লড়িয়ে দেয়ার জন্য। একেকটা সাইক্লোনের সিগনাল আসবে, আমরা ৩০ মিনিটের NTM এ (Notice to move) গাড়িতে রশদ নিয়ে, গায়ে ইউনিফর্ম চাপিয়ে অফিসেই ঘুমাব। যাতে আদেশের পর বিন্দুমাত্র কালক্ষেপন না করে সাথে সাথে বের হয়ে যেতে পারি আপনাকেই উদ্ধার করতে।

আপনারা গালাগাল দিয়ে নিশ্চিন্তে ঘুমান, আর আমরা আমাদের ট্রেনিং মড্যুলে Military Operations Other Than war এর আওতায় বছর জুড়ে ট্রেনিং করতে থাকি যাতে করে যুদ্ধ ছাড়াও শান্তিকালীন সময়ের যেকোন দুর্যোগে পাশে দাঁড়াতে পারি আপনার। আপনার গালাগালে আমার বয়েই গেল। আমার কাজ আমি করতে জানি আর করেই যাব। ঘামের বিনিময়ে হলে ঘামের বিনিময়ে, রক্তের বিনিময়ে হলে রক্তের বিনিময়ে। কারন আমরা শপথ নিয়েছি, “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র মোরা দেশের তরে।” হ্যা, দেশের তরে। সর্বত্র। সর্বক্ষন।

Rumman Tahmid

এফ ৭ যুদ্ধবিমানের সামনে হাস্যজ্জল তাহমিদ

ধন্যবাদ

লেখাঃ ফ্লাইট লেফটেন্যান্ট ফাহাদ আহমেদ।

Facebook Comments

comments