সোভিয়েত-আফগান যুদ্ধ ছিল ঠান্ডা যুদ্ধের একটি অংশ। যুদ্ধের প্রথম দিকে আফগানিদের ঘাটিঁগুলো উড়িয়ে দিতে থাকে এমআই-২৪ তখন এমআই-২৪ কে থামানোর মতন কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি আফগানিস্তান।

ছবিতে সোভিয়েত আফগান যুদ্ধে সোভিয়েত এমআই-২৪ গানশিপ হেলিকপ্টার।

সোভিয়েত ট্যাংক এবং এমআই-২৪ হেলিকপ্টার ছিল আফগানিস্তানের জন্য যম। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার যিনি আফগানিস্তানকে সাহায্য করার জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছিলেন যার নাম মুজাহিদিন। ১৭৭৯-১৯৯১ পর্যন্ত এ প্রজেক্টে আফগানিস্তাকে মোট ১০ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র দিয়ে সহায়তা করে এবং আফগানিস্তান উক্ত অস্ত্রের সফল ব্যাবহার করে। যার ফলে যুদ্ধের মোড় ঘুরে আসে আফগানিস্তানের পক্ষে।

উক্ত প্রজেক্টে আফগানিস্তানকে প্রচুর পরিমান স্ট্রিংগার ম্যানপ্যাড সিস্টেম সরবারহ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকেই আফগানিদের কাছে পাওাই পায় সোভিয়েত এমআই-২৪ গানশিপ হেলিকপ্টার। তবে সোভিয়েত ট্যাংক বহর ছিল আফগানিদের জন্য বড় ভয় তবে যুদ্ধে সোভিয়েতদের পক্ষে ছিল পশ্চিম জার্মানি এবং আফগানিদের পক্ষে ছিল পূর্ব জার্মানি এবং আফগানিস্তকে প্রচুর পরিমান মিলান এটিজিএম সরবারহ করে পূর্ব জার্মানি যার ফলে সোভিয়েত ট্যাংকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হয় আফগান।

আফগানিস্তানে সরাসরি অস্ত্র পাঠাতে পারতনা মার্কিন যুক্তরাষ্ট্র কারন সীমান্তে ছিল সোভিয়েত গোয়েন্দারা যার ফলে মার্কিন এবং পাকিস্তানি গোয়েন্দাদের মাধ্যমে সোভিয়েত গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পাকিস্তান সীমান্ত দিয়ে পশুর পিঠে করে আফগানিস্তানে অস্ত্র পাঠানো হত এবং এর দায়িত্বে ছিল মার্কিন কমান্ডার Michael G. Vickers

Facebook Comments

comments