আপনি কি জানেন?

০০১ এর শেষের দিকে ইলন মাস্ক রাশিয়ায় গিয়েছিলেন পুরাতন আইসিবিএম কিনার জন্য!

সেখানে রাশিয়ান রকেট ফোর্স (Strategic Missile Forces) থেকে তিনি ব্যালিস্টিক মিসাইল কেনার ইচ্ছা পোষণ করেন আর বলেন তোমরা চাইলে নিউক রেখে দিতে পারো!

রাশিয়ান আইসিবিএম (নমুনা ছবি)

ইলন মাস্কের এমন কথা শুনে তাকে পাগল ভাবলেও যেহেতু ভালো অঙ্কের অফার ছিলো তাই তারা লোভ সামলাতে পারেনি।

ইলন তিনটি রকেটের জন্য ২১ মিলিয়ন অফার করেছিলেন। প্রথমে রাজি হলেও পরে অতিরিক্ত ভদকার নেশায় প্রতিটি রকেটের জন্যই তারা ২১ মিলিয়ন দাবী করে বসে!

শুধু তাই নয়, রাশিয়ান অফিসারগণ ইলনের থেকে ৫০০০ ডলার ক্যাশ ও নিয়েছিলেন মিটিং এ বসার জন্য!!

উল্লেখ্য টেবিলে বসে তখন তারা সবাই ভদকা খাচ্ছিলেন। যাই হোক রাশিয়ান করাপ্টেড অফিসারগুলি মাস্ককে এমনকি তাচ্ছিল্য করে বলেন,

‘Oh, little boy, you don’t have the money???”

এমন লজ্জাজনক ঘটনার পর মাস্ক পরবর্তীতে নিজেই SpaceX প্রতিষ্ঠা করেন এবং নিজেদের ই রকেট তৈরি শুরু করেন।

ইলন মাস্কের স্পেসএক্স

শুরুতে একটানা তিন-তিনটি রকেট মিশন ব্যর্থ হওয়ার পরেও মাস্কের প্রতিষ্ঠিত স্পেসএক্স পর্যন্ত সবমিলিয়ে ১১৫টির ও বেশি সফল উৎক্ষেপণ করে।

ফ্যালকন-৯ রকেট

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে নিয়মিত নভোচারী পরিবহনের অপারেশনাল ফ্লাইট পরিচালনার জন্য SpaceX এর Crew Dragon কে আনুষ্ঠানিক স্বীকৃতি ও অনুমতি প্রদান করে।

ক্রু ড্রাগন স্পেসক্রাফট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেট এই স্পেসক্রাফটটি চারজন নভোচারী নিয়ে মহাকাশে যাত্রা শুরু করে।

ক্রু ড্রাগন স্পেসক্রাফট সহ ফ্যালকন-৯ রকেট

আর এ যেনো মহাকাশ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অন্যতম ইঙ্গিত। অদূর ভবিষ্যতে নভোচারী ছাড়াও বিমানের ফ্লাইটের মত মহাকাশে রেগুলার হিউম্যান ফ্লাইট অপারেট হলেও অবাক হবার কিছু নেই।

যাই হোক, উপরোক্ত অপমানের ঘটনাটির পরিপেক্ষিতে মাস্ক পরবর্তীতে বলেছিলেন, I think we can build a rocket ourselves!

Facebook Comments

comments